বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া বন অফিসের সামনে নোঙর করে রাখা এক যাত্রীবাহী ট্যুরিস্ট লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় পেলিকন-১ নামের ওই ট্যুরিস্ট লঞ্চে ২৬ জনের মতো পর্যটক ছিল। তবে লঞ্চে আগুন লাগার ঘটনায় কোনো ট্যুরিস্ট হতাহত হয়নি। তাদের সকলকেই হাড়বাড়িয়া ক্যাম্পে নিরাপদে সরিয়ে নিয়েছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের ডিএফও মো. সাইদুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৭টায় সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় নোঙর করে রাখা ট্যুরিস্ট পেলিকন-১ লঞ্চে আগুন লাগে। আগুন লাগার পরপরই বনবিভাগের লোকজন লঞ্চে থাকা ২৬ পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
বর্তমানে লঞ্চটি আগুন জ্বলছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনবিভাগ ও কোস্টগার্ডের উদ্ধার যান ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় পেলিকন-১ নামের ওই ট্যুরিস্ট লঞ্চে ২৬ জনের মতো পর্যটক ছিল। তবে লঞ্চে আগুন লাগার ঘটনায় কোনো ট্যুরিস্ট হতাহত হয়নি। তাদের সকলকেই হাড়বাড়িয়া ক্যাম্পে নিরাপদে সরিয়ে নিয়েছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের ডিএফও মো. সাইদুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৭টায় সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় নোঙর করে রাখা ট্যুরিস্ট পেলিকন-১ লঞ্চে আগুন লাগে। আগুন লাগার পরপরই বনবিভাগের লোকজন লঞ্চে থাকা ২৬ পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
বর্তমানে লঞ্চটি আগুন জ্বলছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনবিভাগ ও কোস্টগার্ডের উদ্ধার যান ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি