সরকার সংসদ ভবন এলাকা থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি মনে করে, এটা করে জনগণের মন থেকে তাকে সরানো যাবে না।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্র করছেন। করতেই পারেন, যেহেতু ক্ষমতায় আছেন, আপনাদের হাতে বন্দুক আছে, অস্ত্র আছে। তবে জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। জনগণ তাকে ধারণ করে। তাদের মন থেকে জিয়াকে সরানো যাবে না।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বর্তমান শাসনামলে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও আইনের শাসন’ বিষয়ক এ আলোচনায় সভার আয়োজন করে ‘ব্যারিস্টার ফর চেঞ্জ’। এতে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লুই আই কানের তৈরি করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ থেকে ঢাকায় আনা হয়েছে। ১৯৭৫ সালের পর আটজন নেতা ও বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সংসদ ভবন এলাকায় কবর দেওয়া হয়েছে। এ কবরগুলো ছাড়াও শেরে বাংলা নগরে লুই কানের নকশাবহির্ভূত আরো সাতটি স্থাপনা আছে বলে অভিযোগ করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ এলাকায় নকশাবহির্ভূত কোনো স্থাপনা রাখা যাবে না।
মির্জা ফখরুল বলেন, ‘বীর উত্তম পদক কেড়ে নিয়েছেন, তার চরিত্র হননের চেষ্টা করছেন। কিন্তু কোনো লাভ হবে না। জনগণ তাকে মাথায় তুলে রাখবে।’
জিয়াউর রহমানকে সদ্য প্রয়াত কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ফিদেল মারা যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা রাস্তায় নেমে আসছে। তার জন্য কাঁদছে। জিয়াউর রহমানও এমন জনপ্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুর পর লাখো কোটি মানুষ কেঁদেছিল।’
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্র করছেন। করতেই পারেন, যেহেতু ক্ষমতায় আছেন, আপনাদের হাতে বন্দুক আছে, অস্ত্র আছে। তবে জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। জনগণ তাকে ধারণ করে। তাদের মন থেকে জিয়াকে সরানো যাবে না।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বর্তমান শাসনামলে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও আইনের শাসন’ বিষয়ক এ আলোচনায় সভার আয়োজন করে ‘ব্যারিস্টার ফর চেঞ্জ’। এতে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লুই আই কানের তৈরি করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ থেকে ঢাকায় আনা হয়েছে। ১৯৭৫ সালের পর আটজন নেতা ও বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সংসদ ভবন এলাকায় কবর দেওয়া হয়েছে। এ কবরগুলো ছাড়াও শেরে বাংলা নগরে লুই কানের নকশাবহির্ভূত আরো সাতটি স্থাপনা আছে বলে অভিযোগ করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ এলাকায় নকশাবহির্ভূত কোনো স্থাপনা রাখা যাবে না।
মির্জা ফখরুল বলেন, ‘বীর উত্তম পদক কেড়ে নিয়েছেন, তার চরিত্র হননের চেষ্টা করছেন। কিন্তু কোনো লাভ হবে না। জনগণ তাকে মাথায় তুলে রাখবে।’
জিয়াউর রহমানকে সদ্য প্রয়াত কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ফিদেল মারা যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা রাস্তায় নেমে আসছে। তার জন্য কাঁদছে। জিয়াউর রহমানও এমন জনপ্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুর পর লাখো কোটি মানুষ কেঁদেছিল।’
এলএবাংলাটাইমস/এন/এলআরটি