রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত পাঁচশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন দুই নারী। গৃহহারা হয়েছেন প্রায় দুই হাজার বস্তিবাসী।
রোববার বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের অনুদানের আশ্বাস দিয়েছেন মেয়র আনিসুল হক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে এই আশ্বাস দেন।
জানা যায়, গুলশান-বনানীর বুকের মধ্যে গড়ে ওঠা কড়াইল বস্তিতে রিকশা চালক, গাড়ি চালক, পোশাক শ্রমিক ও দিনমজুরসহ রাজধানীর নিম্ন আয়ের বহু মানুষের বসবাস। এই বস্তিকে ঘিরে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে। অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র।
ফায়ার সার্ভিস জানায়, বেলা পৌনে ৩টার দিকে কড়াইলের বেলতলা বস্তির বউ বাজারে জনৈক মাসুদের লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত। তুলোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বস্তিতে। টিন, চটের দেওয়াল ও কাঠের ঘরগুলো দাউদাউ করে জ্বলতে থাকে। সেমময় বস্তির অধিকাংশ বাসিন্দা কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘর পুড়ে ছাই।
ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় বস্তিবাসীদের ঠিকানা এখন খোলা আকাশের নিচে। হয়ত সেখানেই তাদের রাত কাটাতে হবে তাদের।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের ঢাকার সহকারি পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ‘রাস্তা সরু হওয়ায় দুরে গাড়ি রেখে পাইপ টেনে নিয়ে পানি দিতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগে গেছে। এরপরও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
রোববার বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের অনুদানের আশ্বাস দিয়েছেন মেয়র আনিসুল হক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে এই আশ্বাস দেন।
জানা যায়, গুলশান-বনানীর বুকের মধ্যে গড়ে ওঠা কড়াইল বস্তিতে রিকশা চালক, গাড়ি চালক, পোশাক শ্রমিক ও দিনমজুরসহ রাজধানীর নিম্ন আয়ের বহু মানুষের বসবাস। এই বস্তিকে ঘিরে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে। অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র।
ফায়ার সার্ভিস জানায়, বেলা পৌনে ৩টার দিকে কড়াইলের বেলতলা বস্তির বউ বাজারে জনৈক মাসুদের লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত। তুলোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বস্তিতে। টিন, চটের দেওয়াল ও কাঠের ঘরগুলো দাউদাউ করে জ্বলতে থাকে। সেমময় বস্তির অধিকাংশ বাসিন্দা কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘর পুড়ে ছাই।
ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় বস্তিবাসীদের ঠিকানা এখন খোলা আকাশের নিচে। হয়ত সেখানেই তাদের রাত কাটাতে হবে তাদের।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের ঢাকার সহকারি পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ‘রাস্তা সরু হওয়ায় দুরে গাড়ি রেখে পাইপ টেনে নিয়ে পানি দিতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগে গেছে। এরপরও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি