বিশ্বের মানচিত্রে স্বাধীনত সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠিত হওয়ার দিন আজ। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের দিন আজ। মুক্তির জয়গানে মুখর কৃতজ্ঞ জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজ স্মরণ করবে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়।
নানা আনুষ্ঠানিকতায় বিজয়ের এই দিন উদযাপিত হবে দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে।
বিজয় দিবস উপলক্ষে আজ বাংলাদেশে সাধারণ ছুটি। ভোরে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হবে। সারা দেশে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উড়বে। সূর্যোদয়ের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় নেতারা। স্মৃতিসৌধে নামবে স্বাধীনতা প্রিয় জনতার ঢল। বাংলাদেশ বেতার, বিটিভি, বেসরকারি রেডিও এবং টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
নানা আনুষ্ঠানিকতায় বিজয়ের এই দিন উদযাপিত হবে দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে।
বিজয় দিবস উপলক্ষে আজ বাংলাদেশে সাধারণ ছুটি। ভোরে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হবে। সারা দেশে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উড়বে। সূর্যোদয়ের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় নেতারা। স্মৃতিসৌধে নামবে স্বাধীনতা প্রিয় জনতার ঢল। বাংলাদেশ বেতার, বিটিভি, বেসরকারি রেডিও এবং টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি