বাংলাদেশ

বিজয় দিবসে আ.লীগের শপথ : বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।

শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ অঙ্গীকার ব্যক্ত করেন ক্ষমতাসীন দলের নেতারা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সামনে অস্থায়ী মঞ্চে এ সমাবেশ হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ২৩ বছরের সাধনা এবং জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছেন। দেশ স্বাধীনের পর তিনি বলেছিলেন, আমার জীবনের স্বপ্ন বাংলার মানুষ যেন অন্ন, বস্ত্র ও  চিকিৎসা পায়, শিক্ষার আলোতে আলোকিত হয়ে উন্নত জীবনের অধিকারী হয়। কিন্তু ’৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে হত্যা করে ঘাতকরা তার স্বপ্ন চূর্ণবিচূর্ণ করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা ও কৃপায় জাতির জনকের কন্যার নেতৃত্বে এখন এই বাংলাদেশের মানুষ পেটভরে ভাত খায়। পরার জন্য কাপড় পায়। চিকিৎসা সেবা পায়। প্রতি বছরে ১ জানুয়ারি শিক্ষার্থীরা হাতে হাতে বই পায়। আজকে এই বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আজকে আমাদের বিজয়কে সুসংহত করার পথে প্রধান বিপদ হচ্ছে সাম্প্রদায়িকতা। বিজয় দিবসে আমাদের প্রত্যয় ও শপথ হবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতাকে প্রতিহত, প্রতিরোধ এবং পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করা। এটাই হোক আজকের শপথ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকের বিজয় র‌্যালি ঐতিহাসিক র‌্যালিতে পরিণত হয়েছে। আমরা বিএনপি-জামায়াতের সব চক্রান্তকে ধুলিস্মাৎ করে এই জননী জন্মভূমিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবই যাব।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বিজয় দিবসে শপথ নিয়ে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন বলেন, আমাদের এখন অর্থনৈতিক সংগ্রামের সূচনা হয়েছে। আজকে বিজয় দিবসে আমাদের শপথ হোক মুক্তিযুদ্ধের সফলতা প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর।

ঢাকা মহাগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা আকতার তুরিন এমপি, ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ খান প্রমুখ।

সমাবেশ শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত বিজয় র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। র‌্যালিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে গিয়ে শেষ হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি