বাংলাদেশ

জামায়ত না ছাড়লে জয় আসবে না: খালেদা জিয়াকে নাসিম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়নে স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কেন ধানের শীষ ও বিএনপি ব্যর্থ হলো? কারণ তারা স্বাধীনতাবিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করেছিল। প্রথম সুযোগেই মানুষ নৈরাজ্যের বিরুদ্ধে রায় দিয়েছে। বিজয়ের মাসে মানুষ স্বাধীনতাবিরোধী শক্তিকে বিজয়ী করেনি। আগামীতেও করবে না। তাই সময় থাকতে জামায়াতকে ছাড়ুন, অন্যথায় সামনে আর কোনোদিন জয় আসবে না।

হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

খালেদা জিয়ার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়নগঞ্জ সিটি নির্বাচন যেভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, তাতে কারচুপির কথা কেউ বলতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণ হয়ে গেছে। আগামী ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনে এভাবেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংগঠনের ঢাকা বিভাগ শাখার সভাপতি আবুল ওয়ারেশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান, হেলহ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল আনসারী, সাধারণ সম্পাদক এনায়েত রাব্বী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি