কোনো দাবি না করে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, দাবি জানিয়ে কোনো লাভ হবে না।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তোফায়েল।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপির কোনো দাবিতে কাজ হবে না। তারা যদি দাবি জানাতে থাকে তাহলে তাদেরকে আবারো হারতে হবে। আর পরাজিত হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। এটা কোনো দলের জন্য শুভ নয়।
আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক বক্তব্য দেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আশা করি নারায়ণগঞ্জ নির্বাচনের পরে তারা আগামী সকল নির্বাচনে অংশ নেবে।’ তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনের সময় বিএনপির নেতারা সারাদিন সংবাদ সম্মেলন করে বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। যখন হেরে গেল তখন বলে কারচুপি হয়েছে। রাজনৈতিকভাবে দেওলিয়া না হলে কি তারা এসব কথা বলতে পারে?
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তোফায়েল।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপির কোনো দাবিতে কাজ হবে না। তারা যদি দাবি জানাতে থাকে তাহলে তাদেরকে আবারো হারতে হবে। আর পরাজিত হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। এটা কোনো দলের জন্য শুভ নয়।
আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক বক্তব্য দেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আশা করি নারায়ণগঞ্জ নির্বাচনের পরে তারা আগামী সকল নির্বাচনে অংশ নেবে।’ তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনের সময় বিএনপির নেতারা সারাদিন সংবাদ সম্মেলন করে বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। যখন হেরে গেল তখন বলে কারচুপি হয়েছে। রাজনৈতিকভাবে দেওলিয়া না হলে কি তারা এসব কথা বলতে পারে?
এলএবাংলাটাইমস/এন/এলআরটি