চীনের আর্থিক সহায়তায় ঢাকায় স্থাপিত হতে যাচ্ছে এক হাজার শয্যার অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল।
সচিবালয়ে বুধবার (২৮ ডিসেম্বর) চীনের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এবং চীনের পক্ষে দেশটির সরকারি প্রতিষ্ঠান সিআরসিসিআই’র বাংলাদেশ প্রতিনিধি ইয়াং ঝি স্বাক্ষর করেছেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও সিআরসিসিআই-এর ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি চীন সফরকালে সেদেশের সরকার ও শিল্পোদ্যাক্তাদের প্রতি বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনে সহায়তার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এরই ধারাবাহিকতায় চীনের প্রতিনিধি দল অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল স্থাপনে সমীক্ষা চালাতে ঢাকায় আসে। এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে এই হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
সচিবালয়ে বুধবার (২৮ ডিসেম্বর) চীনের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এবং চীনের পক্ষে দেশটির সরকারি প্রতিষ্ঠান সিআরসিসিআই’র বাংলাদেশ প্রতিনিধি ইয়াং ঝি স্বাক্ষর করেছেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও সিআরসিসিআই-এর ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি চীন সফরকালে সেদেশের সরকার ও শিল্পোদ্যাক্তাদের প্রতি বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনে সহায়তার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এরই ধারাবাহিকতায় চীনের প্রতিনিধি দল অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল স্থাপনে সমীক্ষা চালাতে ঢাকায় আসে। এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে এই হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি