বাংলাদেশ

নারায়ণগঞ্জে সাত খুনের দায় র‌্যাবের নয় : বেনজীর

নারায়ণগঞ্জে সাত খুনের দায় র‌্যাবের নয় বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।  তিনি বলেন, যাঁরা অপরাধ করেছেন তাঁদের ব্যক্তির অপরাধের দায় কখনোই র‌্যাব গ্রহণ করতে পারে না।

শুক্রবার দুপুরে রংপুর শহরের স্টেশন এলাকায় র‌্যাব-১৩ প্রধান কার্যালয়ে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে র‌্যাবের পক্ষ থেকে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, সাত খুনের ঘটনার পর দোষি প্রত্যেককে র‌্যাব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পরপর র‌্যাবই তদন্ত করে তাঁদের দায়ী করেছে। এরপর তাঁদের বিরুদ্ধে মামলা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে র‌্যাব কোনো অন্যায়কারীকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি।

উত্তরাঞ্চলে জঙ্গি তৎপরতার বিষয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলে জঙ্গিগোষ্ঠীর উত্থান বিষয় নিয়ে র‌্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ১৪টি জেলায় গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছে। কী কারণে বারবার জঙ্গিবাদী কর্মকা- হচ্ছে, এটা খুঁজে বের করা হবে। এর প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি