পদ্মা সেতু নির্মাণে আর্থিক দুর্নীতির ব্যাপারে সদুত্তর না পেলে ভবিষ্যতে কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো অর্থ ব্যবহার করা হবে কিনা তা ভেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।
তিনি বলেছেন, ‘সন্দেহের বসবতি হয়ে বিশ্বব্যাংক কেন আমাদের অপমান করলো, জাতি এর জবাব চায়। শেখ হাসিনা কেন অপমানিত হলেন, হেয় হলেন, এর জবাবও দিতে হবে। এসব প্রশ্নের জবাব বা সদুত্তর না পেলে ভবিষতে আমাদের কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো অর্থ ব্যবহার করবো কিনা তা ভেবে দেখতে হবে।’
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় গণগ্রন্থগারের শওকত ওসমান মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। ‘ট্যানারি শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষের পরিবেশ মানুষই নষ্ট করছে। পরিবেশ নষ্ট করতে করতে মানুষ এমন পর্যায়ে গেছে যে, প্রকৃতি এখন তার প্রতিশোধ নিচ্ছে। এখন শীতকালে শীত নেই। শীতে মানুষ মারা যায় না। এখন মানুষ মারা যায় বজ্রপাতে। এ বছর অন্তত দুশো মানুষ বজ্রপাতে মারা গেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেছেন, ‘হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় সেই নির্দেশ বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে। ঢাকা মহানগরকে রক্ষা করতে হলে ট্যানারি স্থানান্তর অত্যন্ত জরুরি। যত দ্রুত ট্যানারি সরানো যাবে ঢাকাবাসীর জন্য তত বেশি মঙ্গল হবে।’
আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- অধ্যাপক ড. নাসরিন আক্তার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, প্রকৌশলী ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রমুখ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
তিনি বলেছেন, ‘সন্দেহের বসবতি হয়ে বিশ্বব্যাংক কেন আমাদের অপমান করলো, জাতি এর জবাব চায়। শেখ হাসিনা কেন অপমানিত হলেন, হেয় হলেন, এর জবাবও দিতে হবে। এসব প্রশ্নের জবাব বা সদুত্তর না পেলে ভবিষতে আমাদের কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো অর্থ ব্যবহার করবো কিনা তা ভেবে দেখতে হবে।’
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় গণগ্রন্থগারের শওকত ওসমান মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। ‘ট্যানারি শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষের পরিবেশ মানুষই নষ্ট করছে। পরিবেশ নষ্ট করতে করতে মানুষ এমন পর্যায়ে গেছে যে, প্রকৃতি এখন তার প্রতিশোধ নিচ্ছে। এখন শীতকালে শীত নেই। শীতে মানুষ মারা যায় না। এখন মানুষ মারা যায় বজ্রপাতে। এ বছর অন্তত দুশো মানুষ বজ্রপাতে মারা গেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেছেন, ‘হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় সেই নির্দেশ বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে। ঢাকা মহানগরকে রক্ষা করতে হলে ট্যানারি স্থানান্তর অত্যন্ত জরুরি। যত দ্রুত ট্যানারি সরানো যাবে ঢাকাবাসীর জন্য তত বেশি মঙ্গল হবে।’
আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- অধ্যাপক ড. নাসরিন আক্তার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, প্রকৌশলী ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রমুখ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি