আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস নেই বলেই বিএনপি ৭ মার্চ পালন করে না।’ মঙ্গলবার সকাল ৭টার কিছুক্ষণ পর রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এর আগে সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এর আগে সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি