জোর করে হোলির রঙ মাখানোর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ফেসবুকে ভাইরাল হওয়া ছবি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আটকরা হলেন- মো. আকাশ (১৯), মো. সিফাত (২০) ও মো. মামুন (১৮)। বুধবার তাদের আটক করা হয়।
রাজধানীর শাঁখারীবাজারে হোলি উৎসবকে কেন্দ্র করে পথচারীদের জোর করে রঙ মাখিয়ে দেয়ায় এই তিনজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
একইসঙ্গে আটকদের বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
গত ১২ মার্চ পুরান ঢাকার শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব পালনের সময় কয়েকজন পথচারী ও অফিসগামী মেয়েকে রঙ মাখিয়ে লাঞ্ছিত করে কয়েক যুবক। রিকশা থামিয়ে নারীদের গায়ে ও মুখে রঙ লাগিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
আটকরা হলেন- মো. আকাশ (১৯), মো. সিফাত (২০) ও মো. মামুন (১৮)। বুধবার তাদের আটক করা হয়।
রাজধানীর শাঁখারীবাজারে হোলি উৎসবকে কেন্দ্র করে পথচারীদের জোর করে রঙ মাখিয়ে দেয়ায় এই তিনজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
একইসঙ্গে আটকদের বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
গত ১২ মার্চ পুরান ঢাকার শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব পালনের সময় কয়েকজন পথচারী ও অফিসগামী মেয়েকে রঙ মাখিয়ে লাঞ্ছিত করে কয়েক যুবক। রিকশা থামিয়ে নারীদের গায়ে ও মুখে রঙ লাগিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি