বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে কয়েকটি দেশের বাণিজ্যে আগ্রহ প্রকাশ

ঢাকায় চলছে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অ্যাসেম্বলি।

সম্মেলনের তৃতীয় দিনে বেশ কয়েকটি দেশের আইপিইউ ডেলিগেটস পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতে বাণিজ্য সর্ম্পক স্থাপনের আগ্রহের কথা জানান।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নেওয়া ব্রাজিলের মেম্বার অব দ্যা চেম্বার অব ডেপুটিস আটলিয়া লিন্স-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সর্ম্পক স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে প্রতিমন্ত্রী পরে জানান।

এদিকে আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নেওয়া দক্ষিণ আফ্রিকার ডেপুটি চেয়ারপার্সন অব ন্যাশনাল কাউন্সিল অব প্রভিন্সেস রাসিরিটি জোহান্স তাউ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং পরে আর্জেন্টিনার স্পিকার ফেডরিকো পিনেদো প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করে একই ধরনের আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের আয়োজক। আজ চলছে সম্মেলনের তৃতীয় দিনের অ্যাসেম্বলি। ৫ এপ্রিল বুধবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের সর্ববৃহৎ এই আইনপ্রণেতাদের মিলনমেলা শেষ হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি