বাংলাদেশ

প্রধানমন্ত্রী দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবেন না: কাদের

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি নাও হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবেন না বলে আবারও আশ্বস্ত করেছেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর কুড়িলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, এবারের সফরে তিস্তা চুক্তি নাও হতে পারে। তবে তিস্তার বিষয়ে যথেষ্ট অগ্রগ‌তি হয়েছে, এখন এই চু‌ক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র।’

তিনি আরো বলেন, ‘দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির ব্যাপারে শেখ হাসিনা হিমালয়ের মতো অটল থাকবেন।’

আগামী শুক্রবার চার দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের আগেই বিএনপিসহ কয়েকটি বিরোধী দল দাবি করছে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হবে এবং তা বাংলাদেশের স্বার্থের অনুকূলে থাকবে না।

প্রতিরক্ষাসহ বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা হলেও এই সফরে আটকে থাকা তিস্তা চুক্তি হয় কি না-এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি