বাংলাদেশ

জঙ্গি তৎপরতায় ছাত্রলীগের কেউ হলেও পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে জঙ্গি তৎপরতার অভিযোগে আটকদের মধ্যে কেউ ছাত্রলীগের সদস্য হলেও ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আইন সবার জন্যই সমান।’

বুধবার ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের পর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

গত সোমবার ময়মনসিংহের একটি সন্দেজভাজন জঙ্গি আস্তানা থেকে সাত জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে আল আমিন নামে একজন নেত্রকোণার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন এক সময়।

স্থানীয়রা জানিয়েছেন, ছয় থেকে সাত মাস আগে আল আমিনের মধ্যে কিছু আচরণগত পরিবর্তন দেখা যায়। তিনি দাঁড়ি রাখেন এবং নিয়মিত নামাজ পড়া শুরু করেন। ২৪ মার্চেও পর তাকে আর এলাকায় দেখা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আল আমিনের বিষয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। জবাবে তিনি বলেন, ‘ছাত্রলীগের কেউ যদি জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পরে, তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে সভায় মন্ত্রী বলেন, ‘জঙ্গি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ডাকে সারা বাংলা আজ এক হয়ে গেছে। আমরা কোন জঙ্গিকে আশ্রয়- প্রশ্রয় দেবো না।’ তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশকে অকার্যকর দেশে পরিণত করতে একটি মহল দেশে ও আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

ময়মনসিংহে আটক জঙ্গিদের পয়লা বৈশাখ নববর্ষের অনুষ্ঠানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে পুলিশ যে সাফল্য দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।’

পয়লা বৈশাখ নির্বিঘ্নে নববর্ষ পালনে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ জন্য ঢাকাসহ সারাদেশে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। জনগণের সহযোগিতায় বৈশাখী উৎসবে কোনো সমস্যা হবে না।’

পুলিশকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘আপনাদের এ কৃতিত্বপূর্ণ অবদান শুধু দেশেই নয়, বিশ্ববাসীরও কাছেও প্রশংসিত হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে আপনারা ছাড় দেবেন না। আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

গত কয়েক বছরে পুলিশ বাহিনীতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।’

সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুঁইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি