বাংলাদেশ

ঢাকার চারপাশে আরও ৪টি ইকোপার্ক হবে

নদীর তীরভূমির অবৈধ দখল রোধ, পরিবেশ উন্নয়ন ও বিনোদনের জন্য ঢাকা শহরের চারপাশে আরও চারটি ইকোপার্ক করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

রাজধানীর শ্যামপুরের বিআইডব্লিউটিএ ইকোপার্ক রাইডস্-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নেপচুন এন্টারটেইনমেন্ট অ্যান্ড এমিউজমেন্ট কোম্পানি লিমিটেড বার্ষিক নবায়নের ভিত্তিতে পাঁচ বছরের জন্য এ ইকোপার্কের রাইডস্ পরিচালনার লাইসেন্স পেয়েছে। বর্তমানে সেখানে ২২টি রাইডস্ স্থাপন করা হয়েছে। বিআইডব্লিউটিএ লাইসেন্স ফি বাবদ প্রায় ২৮ লাখ টাকা এবং প্রবেশ টিকেট বাবদ সমপরিমাণ অর্থ আয় করবে। পার্কের প্রবেশ ফি ৩০ টাকা। প্রতিটি রাইডস্ এর জন্য আলাদা ফি রয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, বিআইডব্লিউটিএ মামলায় জয়ী হয়ে শ্যামপুরের অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে ৬ দশমিক ৬৮৪ এর জায়গা জুড়ে ‘বুড়িগঙ্গা ইকোপার্ক’ গড়ে তোলে। পার্কে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার ৫০০ গাছ রোপনসহ পাকা রাস্তা, কংক্রিট বেঞ্চ, এম এস ছাতা ইত্যাদি নির্মাণ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য সানজিদা খানম এবং মেসার্স নেপচুন এন্টারটেইনমেন্ট অ্যান্ড এমিউজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বক্তব্য দেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি