ঝিনাইদহ সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখার পর সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের সদস্যরা।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেল থেকে সদর উপজেলার ওই বাড়িটি ঘিরে রাখে সিটি ইউনিটের সদস্যরা। সিটি ইউনিটের পাশাপাশি জেলা পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বাড়িটিকে ঘিরে অবস্থান নিয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম খান শুক্রবার রাতে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সিটি ইউনিটের সদস্যরা শুক্রবার সন্ধ্যার আগ থেকে ওই বাড়ি ঘিরে রেখেছে। তাদের কাছে পূর্বের তথ্য থাকায় বৃহস্পতিবার রাত থেকে তারা বাড়িটির ওপর নজর রাখছিলেন। পরে শুক্রবার সন্ধ্যার আগে তারা অভিযান শুরু করে।
তবে বাড়ির ভিতরে কোনো মানুষ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মহিবুল ইসলাম।
তিনি আরও জানিয়েছেন, বাড়িটির ভিতের অনেক বিস্ফোরক পাওয়া গেছে। বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছানের পর বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শুক্রবার (২১ এপ্রিল) বিকেল থেকে সদর উপজেলার ওই বাড়িটি ঘিরে রাখে সিটি ইউনিটের সদস্যরা। সিটি ইউনিটের পাশাপাশি জেলা পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বাড়িটিকে ঘিরে অবস্থান নিয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম খান শুক্রবার রাতে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সিটি ইউনিটের সদস্যরা শুক্রবার সন্ধ্যার আগ থেকে ওই বাড়ি ঘিরে রেখেছে। তাদের কাছে পূর্বের তথ্য থাকায় বৃহস্পতিবার রাত থেকে তারা বাড়িটির ওপর নজর রাখছিলেন। পরে শুক্রবার সন্ধ্যার আগে তারা অভিযান শুরু করে।
তবে বাড়ির ভিতরে কোনো মানুষ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মহিবুল ইসলাম।
তিনি আরও জানিয়েছেন, বাড়িটির ভিতের অনেক বিস্ফোরক পাওয়া গেছে। বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছানের পর বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি