সাভারে পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাকিজা গ্রুপের কেমিক্যালের গুডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী কাপড়ের কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
আগুন লাগার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
এদিকে আগুন লাগার সময় কারখানাটির শ্রমিকরা কর্মরত থাকায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
আগুন লাগার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
এদিকে আগুন লাগার সময় কারখানাটির শ্রমিকরা কর্মরত থাকায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি