বাংলাদেশ

প্যারাডাইস পেপারসে রয়েছে বাংলাদেশির নামও

‘পানামা পেপারসের’ পর বারমুডায় অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংগঠনের ফাঁস হওয়া গোপন নথি ‘প্যারাডাইস পেপারসে’ বাংলাদেশিদের নাম এসেছে।

১৭ নভেম্বর শুক্রবার নতুন করে প্রায় ২৫ হাজার নথি প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম জানা গেছে।

প্যারাডাইস পেপারসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের নাম রয়েছে।

তালিকায় মিন্টুর পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী নাসরিন ফাতিমা আউয়াল, তিন ছেলে তাবিথ আউয়াল, তাফসির আউয়াল ও তাজওয়ার মোহাম্মদ আউয়ালের নাম রয়েছে। মিন্টু মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান, তার স্ত্রী এই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারপারসন আর তাদের তিন ছেলে এই গ্রুপের পরিচালক।

তালিকায় আরও রয়েছেন, ফরিদা মুঘল, শহীদ উল্লাহ, গ্লোবেলেক এশিয়া লিমিটেড ও গ্লোবেলেক এশিয়া হোল্ডিংস লিমিটেডের চৌধুরী ফয়সাল ও ড্রাগন ক্যাপিটেল ক্লিন ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টস লিমিটেডের সামির আহমেদের নাম।

প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, ইউনোকল বাংলাদেশ এক্সপ্লোরেশন লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লক সেভেন লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লক ফাইভ লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লক টেন লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লকস থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড, ইউনোকল বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড, বার্লিংটন রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড, ফ্রন্টিয়ার বাংলাদেশ-বারমুডা লিমিটেড, টেরা বাংলাদেশ ফান্ড লিমিটেড, আনিসুর রহমান অ্যান্ড কোং ও ব্রামার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেড।

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি