বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে ঢাকায় বিমান উড্ডয়ন করতে পারছে না

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন করতে পারছে না। তবে রোববার দুপুর ১২টার পর ফ্লাইট ছেড়ে যেতে পারে বলে বিমান সংশ্লিষ্টরা বলছেন।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন শাখার কর্মকর্তা জাকির হোসেন গণমাধ্যমকে জানান, ‘অভ্যন্তরীণ রুটে শিডিউল মতো ফ্লাইট যেতে পারছে না। সকাল ৭টা ৫০মিনিট থেকে ফ্লাইট চলাচল শুরুর কথা থাকলেও কোনো ফ্লাইট উড্ডয়ন করেনি। কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইটের যাত্রা রি-সিডিউল করা হবে।’

বিমানবন্দর থেকে জানানো হয়, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে মোট ১২টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সকাল ১০টার মধ্যে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, রিজেন্ট ও নভোএয়ারসহ ৬টি ফ্লাইট ছিল। যেগুলো ছেড়ে যেতে পারেনি। আর নির্দিষ্ট সময় বিমান ছেড়ে না যাওয়ায় যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি