বাংলাদেশ

ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়রপদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়রপদে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার রাতে মনোনয়ন প্রত্যাশী পাঁচ প্রার্থীর সাক্ষাৎকার নেয়ার পর তাবিথকে মনোনয়ন দেয়ার কথা সাংবাদিকদের জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে রাত পৌনে ১০টা থেকে গুলশানে নিজ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মনোনয়ন প্রত্যাশী বাকি চারজন ছিলেন- সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।

এম এ কাইয়ুম বিদেশে অবস্থান করায় তার পক্ষে এসেছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জুম।

সাক্ষাৎকার বোর্ডে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি