বাংলাদেশ

বিশ্ব গণমাধ্যমে দলের বক্তব্য রাখলো বিএনপি

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে দলের অবস্থান ব্যাখ্যা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

শুক্রবার বিকেলে ৪টার কিছু পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বহির্বিশ্বির জনপ্রিয় গণমাধ্যমের কাছে বিএনপির নেত্রীর মামলা, রায়, কারাদণ্ড, রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থানসহ সার্বিক বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,. ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল উপস্থিত রয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে আল জাজিরা, এএফপি, এপি, বিবিসি, জার্মান রেডিও, সিনহুয়া, ইন্ডিয়া ২৪ ঘণ্টা, জিনিউজ, ভয়েস অব আমেরিকা, গার্ডিয়ান প্রমুখ রয়েছে বলে জানিয়েছেন দলটির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আদালতে খালেদার উপস্থিতিতে ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার ছয় আসামি খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার প্রাক্তন সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করেছেন বিচারক।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি