বাংলাদেশ

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। পূর্ণ হলো মাতৃভাষা আন্দোলনের ৬৬ বছর। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্ করেছেন তাদের আজ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে দেশবাসী।
 
বুধবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এর আগে রাত ১১ টা ৫৩ মিনিটে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫৫ মিনিটে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান এবং রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারের মূলবেদিতে যান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর ১২ টা ৩ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরি। এরপর আওয়ামী লীগের পক্ষে সভাপতি শেখ হাসিনা পুষ্পস্থবক অর্পণ করেন। এরপর দলের জ্যেষ্ঠ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, চৌদ্দ দলের নেতৃবৃদ্ধ, সেনা, নৌ ও বিমান বাহিনার প্রধান, পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি, অ্যাটর্ জেনারেল, হাই কমিশনার, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারবৃন্দ, ভারত বাংলাদেশের মিডিয়া ডায়ালগের অংশগ্রহণকারী প্রতিনিধি দল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজানামের নেতৃত্বে শিক্ষকবৃন্দ, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান, সমাজতান্ত্রিক দলের পক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির পক্ষে রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের নেতৃত্বে দিলিপ বড়ুয়া পুষ্পস্থবক অর্পণ করেন।

এরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, তৃতীয় লিঙ্গের মানুষ, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি