বাংলাদেশ

পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড, নেতাকর্মী গ্রেফতার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলীয় আয়োজিত অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হওয়ার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়।

বিএনপি নেতারা জানান, কর্মসূচি ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু কর্মসূচি চলাকালে ছাত্রদল উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজকে আটক করে পুলিশ।

ঘটনাস্থল থেকে পরিবর্তন ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদুল হাসান জানান, মিজানুর রহমান রাজকে পুলিশের হাত থেকে ছাড়ানোর চেষ্টাকালে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে রাজকে পুলিশ আটক করে।

অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিনা উসকানিতে পুলিশ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে।

গ্রেফতার এড়াতে যারপরনাই চেষ্টা করেছিলেন ছাত্রদল নেতা মিজানুর রহমান রাজ। শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু ডিবি পুলিশের সদস্যরা চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে রাজকে আটক করে নিয়ে যায়। এসময় রাজের পরিধেয় শার্ট প্যান্ট খুলে যায়।

মিজানুর রহমান রাজ ছাত্রদল মহানগর উত্তরের সভাপতি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি