বাংলাদেশ

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ মার্কিন সেনা নিহত

ইরাকের পশ্চিমে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পেভ হক হেলিকপ্টার বিধস্ত হয়ে সাতজন আরোহীর সবাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ফক্স নিউজকে জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক বিমান বিধ্বস্তের ঘটনা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি ‘শত্রুর আক্রমণে বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে না’। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ব্ল্যাক হক হেলিকপ্টারের উন্নত সংস্করণ হচ্ছে পেভ হক।

বিধ্বস্ত হেলিকপ্টারটির সঙ্গে থাকা আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি অবহিত করলে ইরাকি নিরাপত্তা বাহিনী ও সম্মিলিত বাহিনীর সদস্যরা দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলে।

এনিয়ে গত দুই দিনে যুক্তরাষ্ট্রের দুটি এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। বুধবার ফ্লোরিডায় একটি সুপার হর্নেট জেট বিধ্বস্ত হলে সেটির পাইলট ও একজন অফিসার নিহত হন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি