বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে আরাস্তু খানের পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসান।

১৭ এপ্রিল, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় আরাস্তু খান পদত্যাগপত্র জমা দেন।

এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পাঁচজন কর্মকর্তা পদত্যাগ করেছিল বলে দাবি করে আসছে ব্যাংকটি।

২০১৭ সালের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংক থেকে অপসারণ করা হয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নান, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককে।

পরবর্তী সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন আরাস্তু খান ও নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। আর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হামিদ মিঞা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি