বাংলাদেশ

প্রবাসীদের ভোটাধিকার দিতে নির্বাচন কমিশন কাজ করছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার দিতে নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। ২০০৮ সালে পোস্টাল ভোট চালু হলেও তা কার্যকর করা যায়নি। প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন বিভাগ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কমিশনকে চিঠি দিয়েছে।

১৯ এপ্রিল, বৃহস্পতিবার রাজধানীতে নির্বাচন কমিশন আয়োজিত একটি সেমিনারে সিইসি এসব কথা বলেন।

সেমিনারে কয়েকজন বক্তা বলেন, জাতীয় পরিচয়পত্র না থাকায় নানা হয়রানির শিকার হচ্ছেন প্রবাসীরা। দেশের অর্থনীতিকে প্রবাসীরা প্রতিনিয়ত সমৃদ্ধ করছেন। দ্রুততার সঙ্গে তাঁদের পরিচয়পত্র প্রদানের পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।

সেমিনারে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি