করোনা কর্ণার

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১ লাখ ৮২ হাজার

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল যেন থামবার নয়। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। দিনের শেষে সব মিলিয়ে সেই সংখ্যা কয়েক হাজারে গিয়ে ঠেকছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১১৩।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ইতোমধ্যে এখানে মারা গেছে ২০ হাজার ১৬৭ জন। ফ্রান্স,স্পেন আর ইতালির পর কেবল যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটির মৃতের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি।

করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দুই দেশ-ইতালি ও স্পেনের জন্য এই মুহূর্তে কিছুটা স্বস্তির বার্তা হচ্ছে এখানে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৩৫ জন করোনা আক্রান্ত। দেশটিতে গত কয়েক দিন ধরেই মৃতের সংখ্যা ৫০০ এর নিচে অবস্থান করছে। সব মিলিয়ে এখানে মৃতের সংখ্যা ২১ হাজার ৭১৭।  স্পেনে গত ২৪ ঘণ্টায় ৪৩৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৫৩৪। এখানেও কমছে মৃতের সংখ্যা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটিতে এখন মৃতের সংখ্যা ২৫ হাজার ৮৫ জন।

করোনা প্রাদুর্ভূত ইউরোপের আরেক দেশ ফ্রান্সের অবস্থাও ইতিবাচক। মৃতের মোট সংখ্যা ২০ হাজার ছাড়ালেও দেশটিতে গত তিন দিন ধরে ৬০০ এর নিচে অবস্থান করছে প্রতিদিনের মৃতের সংখ্যা।

করোনা পরিস্থিতি প্রচণ্ড চাপের মুখে রয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে বুধবার মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। আশঙ্কার কথা হচ্ছে,দেশটির সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, তারা জানতে পেরেছেন ১৮ হাজার নয় বরং যুক্তরাজ্যে করোনায় ৪১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কারণ কর্তৃপক্ষ কেবল হাসপাতালে করোনায় মৃতদের সংখ্যা প্রকাশ করছে। বাড়িতে কিংবা হোমকেয়ার সেন্টারগুলোতে মারা যাওয়া ব্যক্তিদের তালিকায় অন্তর্ভূক্ত করছে না।

এশিয়ার দেশগুলোর  মধ্যে ইরানে কমতে শুরু করেছে করোনায় মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৯১ এ দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যের পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়লেও এখানে অতোটা দ্রুত বাড়ছে না মৃতের সংখ্যা। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৭৬৯ জন আক্রান্তের মৃত্যু হয়েছে, যা এই অঞ্চলের রেকর্ড।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি