করোনা কর্ণার

অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে বন্ধ

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও আস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে উৎপাদিত করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ট্রায়ালের তৃতীয় ধাপে অংশগ্রহণকারী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।


তবে ট্রায়ালের সময়ে ‘অজানা কারণে’ অসুস্থ হলে ট্রায়াল সাময়িক বন্ধ রাখাটা ‘নিয়মিত’ বিরতির অংশ বলে উল্লেখ করেছে আস্ট্রাজেনেকা।

অক্সফোর্ডের ভ্যাকসিন কবে আসবে তা নিয়ে সারা বিশ্ব জুড়েই দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে। সারা বিশ্বে যে কয়েকটি ভ্যাকসিন তৈরির কাজ চলছে তার মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনকে অন্যতম শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

এই ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে দেখা গিয়েছে ভ্যাকসিনটি নিরাপদ ও সফল। তৃতীয় ধাপের ট্রায়ালে মোট ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও সাউথ আফ্রিকায় তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। তবে অসুস্থতা দেখা দেয়ায় যেসব জায়গায় এই ভ্যাকসিনের ট্রায়াল চলছিল সবখানেই তা আপাতত বন্ধ রাখা হয়েছে। স্বাধীন অনুসন্ধানের মাধ্যমে তথ্য পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে ট্রায়াল আবার শুরু করা হবে কিনা।

অক্সফোর্ড ইউনিভার্সিটির এক মুখপাত্র বলেন, “বড় পরিসরের ট্রায়ালে হঠাৎ অসুস্থতা দেখা যেতে পারে, তবে তা অবশ্যই স্বাধীনভাবে রিভিউয়ের মাধ্যমে সতর্কতার সাথে যাচাই করে দেখতে হবে।”

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে বন্ধ হলো।