করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনা: দশটি রাজ্যে আক্রান্তের নতুন রেকর্ড

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আসন্ন শীতে করোনা পরিস্থিতি আরো জটিল হবে বলে আগেই সতর্ক করেছিলেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। শীত বাড়ায় সেইপথেই এগুচ্ছে দেশটির করোনা পরিস্থিতি। জন হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানাচ্ছে, শুক্রবার (১৬ অক্টোবর) অন্তত দশটি অঙ্গরাজ্যে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে।

    কয়েকটি রাজ্যে অব্যাহতভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আবার কিছু রাজ্যে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

    কলোরাডো: কলোরাডোয় শুক্রবার আক্রান্ত হয়েছে ১৩১২ জন বাসিন্দা। এর আগে রাজ্যটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ১১৪২ জন।

  ইডাহো: ইডাহো রাজ্যেও আক্রান্তের সংখ্যা পূর্বের রেকর্ড ভেঙ্গেছে। শুক্রবারে রাজ্যটিতে আক্রান্ত হয়েছে মোট  ১০৯৪ জন। এর আগে জুলাই এ সর্বোচ্চ আক্রান্ত ছিলো ৭২৯ জন।

  ইন্ডিয়ানা: ইন্ডিয়ানায় চলতি সপ্তাহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ২২৮৩ জন নতুন আক্রান্ত হয়েছে রাজ্যটিতে। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ আক্রান্ত ছিলো ১৯৪৩ জন।

  মিনেসোটা: মিনেসোটায় শুক্রবার নতুন আক্রান্ত হয়েছে ২২৯০ জন। এর আগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ১০ অক্টোবর ১৫১৬ জন।

  নিউ ম্যাক্সিকো: নিউ ম্যাক্সিকোতে নতুন করে আবার বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যটিতে শুক্রবার ৮১২ জন আক্রান্ত হয়েছে৷ এর আগে আক্রান্তের রেকর্ড ছিলো বৃহস্পতিবার ৬৬৮ জন।

    নর্থ ক্যারোলিনা: নর্থ ক্যারোলিনায় বরাবরই অনেক বেশি আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসে। শুক্রবার রাজ্যটিতে ২৬৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ২৫৩২ জন বৃহস্পতিবার।

    নর্থ ডাকোটা: নর্থ ডাকোটায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে শুক্রবার ৮৬৪ জন। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ আক্রান্ত ছিলো ৭০৬ জন।

    ওয়েস্ট ভার্জিনিয়া: ওয়েস্ট ভার্জিনিয়ায় শুক্রবার আক্রান্ত হয়েছে ৫০২ জন। এর আগে অক্টোবরের ৯ তারিখে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ৩৭৪ জন।

    উইসকিনসন: করোনায় বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যে উইসকনসিন অন্যতম। রাজ্যটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ৩৮৬১ জন। এর আগে রেকর্ড ছিলো বৃহস্পতিবার ৩৭৪৭ জন।

    ওইয়োমিং: ওইয়োমিং এ সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড ২৯০ জন। এর আগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ২৪৩ জন অক্টোবরের ৯ তারিখে।

      এলএবাংলাটাইমস /ওএম