যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের উপর টিকার কার্যকারীতা পরীক্ষায় দেখা গেছে যে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা করোনা থেকে সুরক্ষা দিতে ৭৯ শতাংশ পর্যন্ত সক্ষম।
সোমবার (২২ মার্চ) অ্যাস্ট্রাজেনেকা তাদের এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের তৈরি টিকার কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। একই সাথে ইউরোপে রক্ত জমাট বেঁধে যাওয়ার যে পার্শ্বপ্রিক্রিয়ার কথা জানানো হয়েছে, সেটিও দেখা যায়নি।
২০ হাজার বাসিন্দার উপর অ্যাস্ট্রাজেনেকার টিকার সিঙ্গেল শট প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে কারোরই রক্ত জমাট বাঁধার মতো সমস্যাগুলো দেখা যায়নি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
ইতোমধ্যে বিশ্বের প্রায় ৫০টি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে টিকার অনুমোদন প্রক্রিয়া শুরু হয়নি।
এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের তৈরি করোনার টিকা উপসর্গসহ করোনা থেকে ৭৯ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। অপরদিকে, মারাত্মক রোগ ও হাসপাতালে ভর্তি থেকে ১০০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। তারা আরো জানিয়েছে, টিকার কার্যকারিতা সকল বয়েসী বাসিন্দার জন্যই প্রযোজ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রে টিকাটির অনুমোদন পেতে অ্যাস্ট্রাজেনেকা ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করবে। এরপর এফডিএ এডভাইজরি কমিটি টিকাটির কার্যকারিতা পর্যালোচনা করে জানাবে টিকাটি অনুমোদন পাওয়ার যোগ্য কী না।
যদি যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন পায়, তবে এটি হবে যুক্তরাষ্ট্রের অনুমোদিত চতুর্থ করোনার টিকা। এর আগে ফাইজার ও বায়োএনটেক, মডার্না ও জনসন এন্ড জনসনের টিকা অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রে।
এলএবাংলাটাইমস/ওএম