করোনা কর্ণার

বিশ্বে করোনায় আক্রান্ত ৬৪ কোটি ছাড়াল

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি  ১০ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ১০ লাখ আট হাজার ১৮১ জন এবং মারা গেছেন ৬৬ লাখ ১৭ হাজার ৯৯৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৯৯ লাখ ৭৪ হাজার ৩৮৭ জন এবং মৃত্যুবরণ করেছে ১১ লাখ ৬৩১ জন। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৩৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪২৯ জনই রয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯১ শতাংশ। এলএবাংলাটাইমস/এজেড