বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেলেন ঢাবি অধ্যাপক

এবছর জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষক অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া। "বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়" শীর্ষক প্রামাণ্যচিত্রটি প্রযোজনার জন্য তিনি এই পুরষ্কার জিতেন। এবছর ২৭ টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়।   ববঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ এই প্রামাণ্যচিত্রটি তৈরি করে। বঙ্গবন্ধু কিভাবে ছাত্রনেতা থেকে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন তার পুরো সময়টা "ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু" প্রামাণ্যচিত্রে উঠে এসেছে। শফিউল আলম জানান, বঙ্গবন্ধুর সাথে জড়িত প্রতিটি প্লেসে যাওয়ার চেষ্টা করেছে প্রামাণ্যচিত্রটির রিসার্চ টিম। এছাড়াক এই প্রামাণ্যচিত্রটির মুনশিয়ানার জায়গা হচ্ছে কালার। ভিনটেজ লুকের মাধ্যমে দর্শকদের অতীতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া সম্পর্কে প্রযোজক অধ্যাপক শফিউল আলম বলেন, আমাদের বিভাগের জন্য এটি অত্যন্ত গৌরবের। আমরা এমন কিছু ইউনিক কাজ করে যেতে চাই নতুন প্রজন্মদের জন্য। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য সে কাজগুলো করতে পারিনা। প্রামাণ্যচিত্রটি দর্শকের মন জয় করেছে। নতুন নতুন কিছু বিষয় এর মধ্যে উঠে এসেছে। তিনি আরো বলেন, এটি তৈরি করতে যেয়ে কয়েকবার প্ল্যান পরিবর্তন করতে হয়েছে। প্রথমে ভেবেছিলাম ইন্টারভিউ করবো। করোনা শুরু হওয়ায় সেই প্ল্যান বাদ দিতে হয়েছিল। আমি যখন ইন্টারভিউ ইউজ করবো। তখন বিষয়টি তার দৃষ্টিকোণ থেকেই মানুষ দেখবে। তাই ইন্টারভিউ করা বাদ দিয়ে একেবারে পিউর ডকুমেন্টারি করার পরিকল্পনা নিয়েছি। এই ডকুমেন্টারি ফিল্ম আর্কাইভে আছে। এটি বাংলাদেশের ইতিহাসের অংশ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস