পরিবেশ

জলবায়ু পরিবর্তন বিষয়ে একমত হলো যুক্তরাষ্ট্র-চীন

অবশেষে জলবায়ু পরিবর্তনের বিষয়ে শক্তিশালী প্রতিশ্রুতির ক্ষেত্রে একমত হয়েছে দুই বৈরি দেশ যুক্তরাষ্ট্র ও চীন। চলতি বছরের শেষে জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা শুরুর আগেই জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় দেশ দুইটি। রোববার (১৮ মার্চ) জলবায়ু পরিবর্তন বিষয়ক এক যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র ও চীন। সেই বিবৃতিতেই এসব কথা উল্লেখ করা হয়। এর আগে বৃহস্পতিবার এবং শুক্রবার চীনের জলবায়ুবিষয়ক দূত জিয়ে ঝেনহুয়া ও মার্কিন দূত জন কেরির মধ্যে বৈঠক হয়। এরপরই দুই দেশের যৌথ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘জলবায়ু সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরকে সহায়তা করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে অন্যান্য দেশের সঙ্গেও কাজ করতে চায় চীন-যুক্তরাষ্ট্র।’ এছাড়া প্যারিস চুক্তি ২০২০ মোতাবেক বৈশ্বিক তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখতে এবং কার্বন নিঃসরণের মাত্রা ধরে রাখার ক্ষেত্রে দুটি দেশ কাজ চালিয়ে যেতে ইচ্ছুক বলে বিবৃতিতে জানানো হয়। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করতে চলেছেন। এ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনটি সরাসরি সম্প্রচারও করা হবে। এলএবাংলাটাইমস/ওএম