পরিবেশ

কলোরাডোর জলাশয়ে পানি সংকট, জানালেন কর্তৃপক্ষ

কলোরাডো রিভার বেসিনে এই প্রথমবারের মতো পানি সংকট দেখা দিয়েছে বলে ঘোষণা দিয়েছে ফেডারেল গভর্নমেন্ট। এর ফলে ২০২২ এ যুক্তরাষ্ট্র ও ম্যাক্সিকোর বেশকিছু রাজ্যে পানি উত্তোলণ বন্ধের ঘোষণা আসবে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ জলাশয় নেভাদা-অ্যারিজোনা বর্ডারের লেক মিডে পানির স্তর কমে গেছে। এর ফলে ওয়েস্ট অঞ্চলের বাসিন্দাদের পানি এবং এই সংশ্লিষ্ট শক্তির ঘাটতি দেখা দিবে। ইউএস সেক্রেটারি ফর ওয়াটার অ্যান্ড সায়েন্সের সহকারি টানয়া ট্রুজিলো বলেন, 'ওয়েস্টের অন্যান্য অনেক অঞ্চলের জলাশয়ের মতো কলোরাডোর রিভার বেসিনে পানি ঘাটতি দেখা দিয়েছে'। কলোরাডো রিভার বেসিনের পানি মূলত লেক মিডে সঞ্চয় হয় এবং নেভাদা, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া রাজ্যে ব্যবহৃত হয়। কিন্তু পানির স্তর প্রায় ১ হাজার ৭৫ মিটার থেকে কমে যাওয়ায় ইউএস ব্যুরো অব রিক্লেমেশন অ্যারিজোনা ও নেভাদায় পানি সরবরাহ কমাচ্ছে। এই জলাশয় থেকে প্রায় ৪০ মিলিয়ন বাসিন্দা পানির সুবিধা ভোগ করতো। কিন্তু জলবায়ু পরিবর্তন, খরা ও অতি ব্যবহারের কারণে পানির স্তর নিচে নেমে গেছে। এই বছর পানির স্তর রেকর্ড পরিমাণ কমেছে এই জলাশয়ে। প্রায় ১০০ বছর আগের এক চুক্তি অনুযায়ী, কলোরাডো রিভার বেসিনের উঁচু অংশে অবস্থিত রাজ্য যেমন নিউ ম্যাক্সিকো, ইউটাহ ও ওয়েমিং ম্যাক্সিকোর নিচু অংশে পানি সরবরাহ করতে আইনিভাবে বাধ্য। এলএবাংলাটাইমস/ওএম