পরিবেশ

আগুরা হিলসে তৈরি হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বন্যপ্রানী পারাপারের সেতু

আগামী বছরের শুরুতে ক্যালট্রান্স আগুরা হিলসের ১০১নং ফ্রিওয়েতে ৮ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করে বন্য প্রানী পার হওয়ার সেতু তৈরি করবে। বিশেষজ্ঞরা জানিয়েছে, অঞ্চলটির পাহাড়ি সিংহের জনসংখ্যাকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ প্রয়োজন। কর্তৃপক্ষ জানায়, হাইওয়েটি দিয়ে প্রতিনিয়ত ৩ লাখ যানবাহন যাতায়াত করে। প্রতিনিয়ত অনেক বন্যপ্রানী এক পাশ থেকে অপর পাশে যেতে আহত হয় বা মারা যায়। লিবার্টি ক্যানিয়নের ওপরে তৈরি হতে যাওয়া ব্রিজটির জন্য অনেক বছর ধরেই পরিকল্পনা চলছিলো। ব্রিজটি তৈরি হওয়ার পর তা দিয়ে পাহাড়ি সিংহ, হরিণসহ অন্যান্য প্রজাতি নিরাপদে পার হতে পারবে। ২০০ ফুট লম্বা ও ১৬৫ ফুট চওড়া ব্রিজটি বিশ্বের সর্ববৃহৎ বন্যপ্রানী পারাপারের সেতু হবে। একাধিক পাবলিক ও প্রাইভেট কোম্পানি ব্রিজটি তৈরিতে অর্থায়ন করছে। এর মধ্যে ক্যালট্রান্স ও ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফেডারেশন অন্যতম। ক্যালট্রান্স প্রজেক্ট ম্যানেজার শেখ মঈনুদ্দীন জানান, আগামী বছরের জানুয়ারিতে ব্রিজের নির্মাণকাজ শুরু হবে। ব্রিজটি দুইধাপে তৈরি করা হবে। প্রথমধাপে ১০১নং ফ্রিওয়েতে ব্রিজের একাংশ ও ২য় ধাপে আগুরা হিলসের ব্রিজটির বাকি অংশ তৈরি করা হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ