ইউরোপ

মার্কিন পুলিশের হাতে নিহত তিন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ

আমেরিকায় পাঁচ দিনের ব্যবধানে পুলিশের হাতে নিরস্ত্র তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছেন। গত কয়েক মাস ধরে পুলিশের বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন মার্কিন জনগণ একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তখন ওই তিন ব্যক্তির নিহতের ঘটনা ঘটল। বিমান বাহিনীর সাবেক সদস্য অ্যান্থনি হিল গত সোমবার আটলান্টা অঙ্গরাজ্যের জর্জিয়ায় মার্কিন শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হয়েছেন। ২৭ বছর বয়স্ক হিল মানসিক রোগে ভুগছিলেন বলে জানা গেছে। পুলিশ কর্মকর্তা যখন একটি অ্যাপার্টমেন্টে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন মানসিক রোগী হিল তখন সেখানে দৌড়াদৌড়ি করছিলেন। পুলিশ হিলের বুকে পরপর দু’টি গুলি ছুঁড়ে তাকে ঠাণ্ডা মাথায় খুন করে। হিলের হত্যাকারী শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা রবার্ট ওলসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। হিল সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন। পুলিশ তাকে গুলি না করে তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নিতে পারত বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। নায়েসিলুস ভিনজান্ট নামে দ্বিতীয় মার্কিন কৃষ্ণাঙ্গকে কলোরাডো অঙ্গরাজ্যের অরোরায় গত (শুক্রবার) পুলিশ গুলি করে হত্যা করেছে। পুলিশ দাবি করেছে,ভিনজান্টের বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের অভিযোগ ছিল। ৩৭ বছর বয়স্ক নিরস্ত্র ভিনজান্টের হত্যাকারী পুলিশ কর্মকর্তাকেও বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বর্বর মার্কিন পুলিশের হাতে নিহত তৃতীয় ব্যক্তি হলেন তরুণ কৃষ্ণাঙ্গ টনি রবিনসন। পুলিশ কর্মকর্তা ম্যাটি কেনি তরুণ টনিকে উইসকনসিস অঙ্গরাজ্যের ম্যাডিসনের একটি অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করেন