ইউরোপ

ফ্রান্সে একদিনে আরও ১৮৬ জনের মৃত্যু

ইউরোপে করোনায় মৃত্যুর মিছিলে ইতালি ও স্পেনের পরপরই এবার ফ্রান্সের নাম আসছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮৬ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে।

একদিনে ইউরোপের উল্লিখিত তিন দেশেই করোনায় ১ হাজার ২২৩ জন প্রাণ হারালেন। ফ্রান্সে ১৮৬ ছাড়াও ইতালিতে মারা গেছেন ৬০২ জন। এছাড়াও স্পেনে আরও ৪৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলছে, ভাইরাসটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছেই।
 
ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ সোমবার নতুন করে আক্রান্ত ও মৃত্যুর হিসাব দিয়ে বলেছে, একদিনে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ। এছাড়া গত তিনদিনের তুলনায় দেশটিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। অথচ দেশটি এক সপ্তাহের বেশি সময় ধরে লকডাউন।

আজ সোমবার সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, দেশটিতে এখন করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৯ হাজার ৮৫৬ জন। যা গতকালের তুলনায় ২০ শতাংশ বেশি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। লাইফ সাপোর্টে থাকার হিসাব করলে গতকালের চেয়ে তা ১৯ শতাংশ বেশি। গত তিনদিন অবস্থাটা এমন ছিল না।