ইউরোপ

স্পেনে ফের বেড়েছে মৃত্যুর হার, ২৪ ঘণ্টায় ৭৫৭

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৫৭ জন মারা গেছেন। যা আগের দিনের চেয়ে ১৪ জন বেশি। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগেরদিন করোনায় আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা ছিল ৭৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে স্পেনে এ পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৫শ ৫৫ জন।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬শ৯০ জন।


এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ