ইউরোপ

ইয়াকুৎস্কের তাপমাত্রা কমে মাইনাস ৬২.৭ ডিগ্রি সেলসিয়াস

রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহরের তাপমাত্রা আরও কমেছে। শহরটির তাপমাত্রা মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আজ বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইয়াকুৎস্ক বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত। ১৭ জানুয়ারি শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এখন তা আরও কমে মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হলো। আবহাওয়াবিদেরা বলছেন, দুই দশকের বেশি সময়ের মধ্যে ইয়াকুৎস্কে এখন সবচেয়ে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। শহরটির জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫৫ হাজার। ইয়াকুৎস্ক রাশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলোর একটি। শহরটির শীতলতম মাস জানুয়ারি। কিন্তু এবার জানুয়ারিতে অস্বাভাবিক দীর্ঘ ঠান্ডা দেখছে শহরটি। ইয়াকুৎস্কের বাসিন্দারা অবশ্য হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাসে অভ্যস্ত। তবে এখন তাপমাত্রা রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছেন। সম্প্রতি শহরটির এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আপনি এই ঠান্ডার সঙ্গে লড়তে পারবেন না। তাই আপনি মানিয়ে নিন, সে অনুযায়ী পোশাক পরুন, নয়তো আপনি কষ্ট ভোগ করুন।’ শহরটির আরেক বাসিন্দার ভাষ্য, এমন ঠান্ডার মধ্যে টিকে থাকার মূল কৌশল হলো বহু স্তরের পোশাক পরা। তিনি বলেন, শুধু উষ্ণ পোশাক পরুন। বাঁধাকপির পাতার মতো স্তরে স্তরে পোশাক পরুন। শহরটিতে ২০১৮ সালে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তখনকার অভিজ্ঞতা বলতে গিয়ে শহরটির কিছু বাসিন্দা বলেন, ঠান্ডায় তাঁদের চোখের পাপড়ি পর্যন্ত জমে গিয়েছিল।




এলএবাংলাটাইমস/আইটিএলএস