ইউরোপ

ব্রেক্সিটে ভিটো দিতে পারে স্কটল্যান্ড: নিকোলা স্টার্জন

স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে স্কটিশ সংসদ ভিটো দিতে পারে।বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্রিটেনকে ই ইউ ত্যাগ করতে হলে স্কটল্যান্ডের সংসদীয় অনুমোদন লাগবে এবং তিনি স্কটিশ সংসদ সদস্যদের অনুরোধ করবেন, সেই অনুরোধ নাকচ করতে।গণভোটে ৫২ শতাংশ ভোট ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের পক্ষে এবং ৪৮ শতাংশ থাকার পক্ষের পড়েছে।কিন্তু স্কটল্যান্ডের চিত্র ছিল ভিন্ন।সেখানে ৬২ শতাংশ ছিলেন ই ইউতে থাকার পক্ষে।এখন স্কটল্যান্ডে ক্ষমতাসীন দল এসএনপি নেতা নিকোলা স্টার্জন বলছেন, তিনি স্কটিশ পার্লামেন্টের সদস্যদের বলতে পারেন যে তারা যেন ব্রেক্সিটের পক্ষে তাদের আইনি সমর্থন না দেন।তার কথা হলো স্কটল্যান্ডকে সেক্ষেত্রে তার ইচ্ছার বিরুদ্ধে ই ইউ থেকে বিচ্ছিন্ন করা হবে।তিনি আরো বলেছেন, তিনি ও তার সহযোগীরা ব্রাসেলসের সাথেও কথা বলবেন যে কি করে স্কটল্যান্ড ই ইউতে থাকতে পারে।১২৯ সদস্যের স্কটিশ পার্লামেন্টে এসএনপির সদস্য সংখ্যা হচ্ছে ৬৩।কিন্তু প্রশ্ন হলো এভাবে কি ভেটো দিয়ে গণভোটের সিদ্ধান্ত আসলেই আটকানো সম্ভব?স্কটিশ বিষয়ক মন্ত্রী ডেভিড মানডেল বলছেন, তিনি ব্যক্তিগত ভাবে মনে করেন যে স্কটল্যান্ডের পক্ষে ব্রেক্সিট ঠেকানো সম্ভব নয়।