ফিচার

কবিতা



আগুন
রাজীব কুমার ব্যানার্জি


আমি আছি দেয়াশলাই কাঠিতে, ছোট্ট একটি বারুদ কাঠিতে।
আমি আছি তোমাদের পুজোয়, কখনো বা ঘর জ্বালানোয়।।
আমি আছি তোমাদের দ্বীপাগ্নিতে, আমি আছি মুখাগ্নিতে ।
আমি ধুপকাঠি জ্বালাই , আমি তোমাদের বাজী পোড়াই।।
আমি আছি সিগারেটের আগুনে, আছি কিছু দেহ দহনে।
আমি আছি তোমাদের রান্নায়, আমি আছি কিছু কান্নায়।।
আমি আছি তোমাদের বিয়েতে, আমি আছি কিছু মৃত্যুতে ।
আমি আছি তোমাদের সোহাগে, আমি আছি কিছু বিয়োগে ।।
আমি আছি গাড়ির মেশিনে, আমি আছি তোমার কিচেনে ।
আমি দূর করি তোমার ঘরের কালো, জ্বালায়ে দ্বীপের আলো ।।
আমি আছি কয়েক হাজার আলোকবর্ষ দূরের কিছু গ্রহতে ।
আমি আছি ভিসুভিয়াস ও বিভিন্ন কিছু আগ্নেয়গিরিতে ।।
আমি যে বেদে অগ্নি দেবতা , আছি ইন্দ্রের সাথে বায়ু ও আসমানে ।
বিপদে আমি যে আলোতে রক্ষা করি, তা লেখা আছে তা কোরানে।।
বাইবেলে লেখা আছে অবিশ্বাসীদের শেষ বিচার হয় নরকের আগুনে ।
অগ্নি মানুষকে শুদ্ধ করে, ঊজ্জ্বলতা নিয়ে আসে জীবনে ।।
অগ্নি, বায়ু ও সূর্য – শুরুতে এই তিন দেবতার ব্যাখ্যা আছে ঋকবেদে ।
অগ্নি সব অন্ধকার, প্রতিকূল ও অশুদ্ধতাকে দগ্ধ করে তার ঊজ্জ্বলতাতে ।।
যেহেতু অগ্নি প্রতিদিন প্রজ্জ্বলিত হন – ইনি তরুণ, ঊজ্জ্বল ও দীপ্তিমান ।
ইনি অমরত্ব এবং জীবনের প্রতিক – তাই সোনা এর এক সন্তান।।