স্বাস্থ্য

‘পুরুষের শুক্রাণুর মান কমাতে পারে করোনা’

প্রাণঘাতী করোনা ভাইরাস পুরুষের শুক্রাণুর গুণগত মান কমাতে পারে। একইসঙ্গে পুরুষদের উর্বরতা ক্ষমতাও হ্রাস করতে পারে। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

শুক্রবার প্রকাশিত ফ্রান্সের বিজ্ঞানীদের ওই গবেষণায় বলা হয়েছে, এই ভাইরাস শুক্রাণু কোষের মৃত্যুর হার বাড়ানোর কারণ হতে পারে। এছাড়া প্রদাহ এবং তথাকথিত অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়িয়ে তুলতে পারে এই ভাইরাস।

গবেষকরা জানান, প্রথম প্রত্যক্ষ পরীক্ষামূলক প্রামাণাদিতে দেখা গেছে পুরুষের প্রজনন ক্ষমতার ক্ষতি করতে পারে করোনা।

তবে ব্রিটেনের কেএআরই ফার্টিলিটি গ্রুপের ভ্রূণতত্ত্ব পরিচালক অ্যালিসন ক্যাম্পবেল বলেছেন, পুরুষদের অযৌক্তিকভাবে আশঙ্কা করা উচিত নয়।

তিনি লন্ডন ভিত্তিক বিজ্ঞান মিডিয়া সেন্টারে বলেন, শুক্রাণু বা পুরুষ প্রজনন সম্ভাবনার পক্ষে করোনা এর ফলে দীর্ঘস্থায়ী ক্ষতির কোনও সঠিক প্রমাণ বর্তমানে পাওয়া যায়নি।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ১০ কোটির বেশি লোক আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১ লাখের বেশি মানুষ।   এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ