স্বাস্থ্য

হৃদরোগের চিকিৎসায় তিন ধরনের স্টেন্টের রিংয়ের দাম কমল

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হওয়া যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের তিন ধরনের স্টেন্টের দাম কমানো হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে যুক্তরাষ্ট্রের স্টেন্ট উৎপাদনকারী কোম্পানির প্রতিনিধি এবং স্টেন্টের মূল্য নির্ধারণ-সংক্রান্ত কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত রেজোলিউট ইন্টেগ্রিটির ভিত্তিমূল্য ৮৮০ মার্কিন ডলার থেকে কমে এখন থেকে ৫০০ ডলারে পাওয়া যাবে। একইভাবে রেজোলিউট ওনিক্সের দাম ২৫০ ডলার কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯০০ ডলার। এ ছাড়া অনিক্স ট্রকারের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ ডলার। এবারই প্রথম নতুন এই রিং বাংলাদেশে পাওয়া যাবে। বাংলাদেশে এসব স্টেন্ট সরবরাহ করে ম্যাট্রোনিক বাংলাদেশ লিমিটেড। তাঁদের প্রতিনিধিদের পাশাপাশি বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান এবং বাইরের বিভিন্ন স্টেন্ট কোম্পানির স্থানীয় প্রতিনিধিরা তাদের পণ্যের ভিত্তিমূল্য কমাতে সম্মত হন। বৈঠকের সিদ্ধান্ত হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় তৈরি হওয়া স্টেন্টের দাম ৪৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৪ জুন বিশ্বের শীর্ষ স্টেন্ট উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান অ্যাবট ল্যাবরেটরিজ এবং বোস্টন সায়েন্টিফিক তাদের ব্যবহৃত আটটি স্টেন্টের দাম কমাতে সম্মত হয়, যা আগামী মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এলএবাংলাটাইমস/এজেড