আন্তর্জাতিক

কাশ্মীরে নৃশংসতা ভারতের বড় কলঙ্ক: অমর্ত্য সেন


জম্মু-কাশ্মীরে নয়াদিল্লি নৃশংসতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, কাশ্মীরিদের ওপর যা হচ্ছে তা ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

সপ্তাহখানেক আগে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা রদ করে নরেন্দ্র মোদি সরকার। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তুমুল বিক্ষোভের শঙ্কায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কার্যত গোটা কাশ্মীর অঞ্চলজুড়ে অবস্থান নিয়ে আছে। তাদের সতর্ক পাহারা আর মোড়ে মোড়ে কাঁটাতারের ঘেরাটোপে সোমবার ঈদের দিনও রাজধানী শ্রীনগরের রাস্তাগুলো নিষ্প্রাণ, জনশূন্য।

শনিবার ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, ‘কাশ্মীরের জনগণ তাকিয়ে আছে। সেখানে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ।’

‘বিক্ষোভ দমন করতে ভয়ংকর ও সহিংস ব্যবস্থা নেয়া হচ্ছে। সংবাদপত্র নিষিদ্ধ করা হচ্ছে। এতে কাশ্মীরিরা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।’

কাশ্মীরিদের সঙ্গে এগুলো করে যেভাবে শাস্তি দেয়া হচ্ছে তাতে তাদের ভারতকে আপন ভাবার কোনো কারণ নেই বলেও অভিমত হিন্দুত্ববাদভিত্তিক রাজনীতির কট্টর সমালোচক অমর্ত্য সেনের।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক আরও বলেন, ‘কাশ্মীরে ভারতীয় বাহিনীর নৃশংসতার ওপর সিএনএনের দীর্ঘ প্রতিবেদন দেখেছি। ভারতের বাকি অংশের সঙ্গে কাশ্মীরিদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পার্থক্য রয়েছে।’

সপ্তাহখানেক ধরেই কাশ্মীরের সংবাদমাধ্যমের ওপর খড়গ বসিয়েছে নয়াদিল্লি। গোটা অঞ্চলটিতে ফোন, ইন্টারনেট বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও সেখানকার প্রকৃত চিত্র কী- তার সঠিক তথ্য সংগ্রহ করতে পারছে না। ভারতের বুদ্ধিজীবী মহলও এই ইস্যুতে প্রায় চুপ। তার মধ্যেই অমর্ত্য সেন এই সাক্ষাৎকার দিলেন।