করোনাভাইরাস ঠেকাতে জারি করা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ঢল নেমেছে যুক্তরাষ্ট্রে।
রোববার (১৯ এপ্রিল) স্টে-এট-হোম (ঘরে থাকুন) আদেশের বিরুদ্ধে প্রতিবাদে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ ওয়াশিংটন রাজ্যের অলিম্পিয়ায় জড়ো হয়েছে। জনসমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা রাস্তায় নেমে আসেন।
স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুসারে বাইরে বের হলে মাস্ক পরার অনুরোধ থাকা সত্ত্বেও অনেকেই তা মানেননি।
সমাবেশের আয়োজক ইঞ্জিনিয়ার টেইলার মিলার দাবী করেন, সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখা রাষ্ট্র এবং ফেডারেল সংবিধান লঙ্ঘন।
এদিকে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে শত শত মানুষ শাটডাউনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে।
বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাসের বিস্তারে ঠেকাতে বাড়িতে থাকার বিকল্প নেই। কিন্তু এর ফলে দেশটিতে গত একমাসে দুই কোটির বেশি আমেরিকান নাগরিক কর্ম হারিয়ে বেকার ভাতার জন্যে আবেদন করেছে।
এর আগে, লকডাউন প্রত্যাহারের দাবিতেটেক্সাস, উইসকোন্সিন ওহাইয়ো, মিনেসোটা, মিশিগান এবং ভার্জিনিয়ায় বিক্ষোভ হয়েছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
রোববার (১৯ এপ্রিল) স্টে-এট-হোম (ঘরে থাকুন) আদেশের বিরুদ্ধে প্রতিবাদে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ ওয়াশিংটন রাজ্যের অলিম্পিয়ায় জড়ো হয়েছে। জনসমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা রাস্তায় নেমে আসেন।
স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুসারে বাইরে বের হলে মাস্ক পরার অনুরোধ থাকা সত্ত্বেও অনেকেই তা মানেননি।
সমাবেশের আয়োজক ইঞ্জিনিয়ার টেইলার মিলার দাবী করেন, সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখা রাষ্ট্র এবং ফেডারেল সংবিধান লঙ্ঘন।
এদিকে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে শত শত মানুষ শাটডাউনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে।
বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাসের বিস্তারে ঠেকাতে বাড়িতে থাকার বিকল্প নেই। কিন্তু এর ফলে দেশটিতে গত একমাসে দুই কোটির বেশি আমেরিকান নাগরিক কর্ম হারিয়ে বেকার ভাতার জন্যে আবেদন করেছে।
এর আগে, লকডাউন প্রত্যাহারের দাবিতেটেক্সাস, উইসকোন্সিন ওহাইয়ো, মিনেসোটা, মিশিগান এবং ভার্জিনিয়ায় বিক্ষোভ হয়েছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই