আন্তর্জাতিক

রক্তবর্ণ নদী, রাশিয়ায় জরুরি অবস্থা জারি


রাশিয়ায় ২০ হাজার টন জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার ফুটো হয়ে গেছে। এতে নদীর পানিতে ডিজেল মিশে পানি লাল বর্ণ ধারণ করেছে। পানিতে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন জরুরি অবস্থা জারি করেছেন। গত শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটেছে।

রাশিয়ার সাইবেরিয়ার নরিলস্ক শহরে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। আম্বার্নোয়া নদীর জলে মিশেছে ওসব ডিজেল। দূষণ এতটাই ভয়াবহ যে স্যাটেলাইট ছবিতেও তা ধরা পড়ছে। ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

যে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ট্যাংক থেকে তেল পড়েছে, সেটি বিশ্বের শীর্ষস্থানীয় নিকেল ও পালাডিয়াম উৎপাদনকারী কোম্পানি নরলিক্স নিকেলের সহযোগী একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ট্যাংক সংলগ্ন পিলারগুলো ডুবে যেতে শুরু করলে ভারসাম্য হারিয়ে ট্যাংকটি ধসে পড়ে বলে কোম্পানিটি জানায়।

এই ঘটনায় ব্যাপক চটেছেন প্রেসিডেন্ট পুতিন। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সংশ্লিষ্টদের ওপর রাগ ঝাড়েন। পুতিন সহায়ক সংস্থার প্রধান সের্গেই লিপিনের কাছে জানতে চান, সরকারি সংস্থা কেন ওই ঘটনা দুই দিন পর জানতে পারল? 

ইতোমধ্যে প্রায় ৩৫০ বর্গ কিলোমিটার এলাকায় দূষণ ছড়িয়ে পড়েছে। দূষণ পরিষ্কার করতে ১০ বছর সময় লেগে যেতে পারে। 

/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ