আন্তর্জাতিক

অক্টোবর থেকেই রাশিয়ার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু

অক্টোবর মাস থেকেই রাশিয়ার সদ্য আবিষ্কৃত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।


রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এই ঘোষণা দেওয়ার পাশাপাশি আরো জানান, প্রাথমিকভাবে ডাক্তার এবং শিক্ষকদেরকে ভ্যাকসিন দেওয়া হবে।


সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে চলতি আগস্টেই করোনাভাইরাসের সম্ভাব্য এই ভ্যাকসিনটি নিয়ন্ত্রকেরা অনুমোদন করবে।


রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়ালের কাজ শেষ হয়েছে। এখন ভ্যাকসিন রেজিস্ট্রারের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।


তবে রাশিয়ার আবিষ্কৃত এই টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘ভ্যাকসিন প্রয়োগ শুরুর আগে রাশিয়া এবং চীন এর উচিত প্রকৃতপক্ষেই এর কার্যকারিতা ঠিকভাবে পরীক্ষা করে দেখা’।


এই বছরের শেষের দিকেই যুক্তরাষ্ট্র নিরাপদ ও কার্যকরি ভ্যাকসিন বাজারে আনতে সফল হবে, ভ্যাকসিনের জন্য অন্য কোনো দেশের উপর তারা নির্ভর করে থাকবে না বলেও জানান ড. অ্যান্থনি ফৌসি।


এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিরাপত্তা সংস্থা অভিযোগ করেছে , করোনাভাইরাসের টিকা আবিষ্কারের তথ্য চুরি করতে রাশিয়ার হ্যাকাররা সম্প্রতি তাদের উপর সাইবার হামলা চালিয়েছে। তবে এই অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ান দূত আন্দ্রে কেলিন।


এলএ/বাংলা টাইমস/ওএম