আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী

পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জেরে পদত্যাগ করেন তিনি। 

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 


ভাষণে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিচ্ছি এবং এই দুর্যোগের সময় জনগণের পাশে এসেছে দাঁড়াচ্ছি। এ সময় লেবাননের দীর্ঘায়ু কামনা করেন তিনি। 

এর আগে, জনগণের ক্ষোভের মুখে নয় জন এমপি ও মন্ত্রীসভার চার সদস্য পদত্যাগ করতে বাধ্য হোন। 


উল্লেখ্য, বৈরুতে বিস্ফোরণের পর থেকেই ক্ষুব্ধ দেশটির জনগণ। এ ঘটনায় সরকারের দায়িত্বহীনতাকে দায়ী করছে দেশটির জনগণ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বাসিন্দাদের। 


বৈরুতের বন্দরে বিস্ফোরণের কারণ হিসেবে প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছিলেন, বন্দরে ছয় বছর ধরে অরক্ষিত অবস্থায় ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অরক্ষিত অবস্থায় ছিলো। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়। 



এলএবাংলাটাইমস/ওএম