আন্তর্জাতিক

ভেন্টিলেশন সাপোর্টে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (৮৪) ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলেও এর আগে জানা যায়।


বাথরুমে পড়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। তাকে হাসপাতালে ভর্তির পর জানা যায়, মাথার ভিতরে রক্ত জমাট বেঁধেছে।  সার্জারির আগেই তার কোভিড ধরা পড়ে। এ কথা তিনি নিজেই টুইটারে জানান। 

এরপর তার সার্জারি সম্পূর্ণ করা হয়। চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রেখেছেন। 

প্রণব মুখার্জির সুস্থতা কামনা করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টুইটারে তিনি তার সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। এছাড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লি কংগ্রেসের সাবেক প্রধান অজয় মাকেন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালসহ অনেকে শুভকামনা জানিয়েছেন প্রণব মুখার্জির জন্য।  

প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্বপালন করেন।


এলএবাংলাটাইমস/এনএইচ